উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

SHUVAJOY ROY 

9563232203

S.C.C COACHING CENTRE 

MALDA.


প্রথম অধ্যায় 

1. জাদুঘর কাকে বলে? ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব আলোচনা কর। 

2. জাদুঘর কাকে বলে? জাদুঘরের শ্রেণীবিভাগ বর্ণনা করো।

3. ইতিহাস রচনায় লোকোকথা ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা কর।


দ্বিতীয় অধ্যায় 

1. সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা কর। 

2. মার্কেনটাইল মূলধন বলতে কী বোঝো? এই মতবাদের প্রধান বক্তব্য গুলি উল্লেখ কর।



তৃতীয় অধ্যায় 

1. ব্রিটিশ ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

2. উপনিবেশিক শাসনকালে ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখ। 

3. উপনিবেশিক ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা কর। 

4. চীনের ক্যান্টন বাণিজ্যের পরিচয় দাও।





চতুর্থ অধ্যায় 

1. চীনের চৌঠা মে আন্দোলনের বিভিন্ন কারণগুলি উল্লেখ কর। এই আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা কর। 4+4

2. শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল? 4+4

3. মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলনের ভূমিকা কি ছিল?8



পঞ্চম অধ্যায় 

1. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা কর। এই আইনের গুরুত্ব কি ছিল? 4+4

2. ১৯০৯ খ্রিস্টাব্দের কাউন্সিল আইন বা মর্লে মিন্টো সংস্কার আইনের শর্তাবলী উল্লেখ কর। এই আইনের ত্রুটি কি ছিল? 4+4

3. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? এই হত্যাকাণ্ডের বিবরণ ও ভারতীয়দের প্রতিক্রিয়া উল্লেখ কর। 2+3+3

4. অধীনতামূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীতি সম্পর্কে বর্ণনা দাও।4+4



ষষ্ঠ অধ্যায় 

1. ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা কর। 8

2. ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর। 4+4

3. এশিয়বাসীদের জন্য এশিয়া নীতি বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল?2+6




সপ্তম অধ্যায় 

1. জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝায়? জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা কর। 4+4

2. প্যালেস্টাইন সমস্যার কারণ গুলি কি? আরব- ইসরাইল যুদ্ধগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। 4+4

3.  ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর। 8 

4. ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হো চি মিনের ভূমিকা আলোচনা কর। 8


অষ্টম অধ্যায় 

1. স্বাধীন ভারতের অর্থনীতির উদারীকরণ সম্পর্কে আলোচনা কর। 8

2. সার্কের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা কর।  লক্ষ্য ও উদ্দেশ্য। সার্ক তার লক্ষ্য পূরণে কতটা সফল? 8



Post a Comment

Previous Post Next Post