লর্ড ডালহৌসির রাজ্য বিস্তার নীতি 

(১৮৪৮ থেকে ১৮৫৬)


 তিনটে নীতি:

১) যুদ্ধের দ্বারা রাজ্য জয় ( পাঞ্জাব) 

২) স্বত্ববিলোপ নীতি (১৮৪৮ - সাতারা) 

৩) কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস নীতি (অযোধ্যা)


যুদ্ধ জয় নীতির মাধ্যমে রাজ্য গ্রাস - 

পাঞ্জাব (১৮৪৯) 

দক্ষিণ ব্রহ্ম (১৮৫২) 

এছাড়াও পরবর্তীতে আরাকান এবং তেনাসেরিম।


 স্বত্ববিলোপ নীতি-  

রাজ্যকে তিন ভাগে ভাগ করেন।

ক) কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য

খ) কোম্পানির আশ্রিত রাজ্য 

গ) স্বাধীন দেশীয় রাজ্য


নীতি :

i) কোম্পানির দ্বারা সৃষ্ট রাজ্যের পুত্র সন্তান না থাকলে রাজ্য দখল করা হবে। 

ii) আশ্রিত রাজ্যের ক্ষেত্রে ভেবে দেখা হবে। 

iii) স্বাধীন দেশীয় রাজ্য সম্পূর্ণ স্বাধীন থাকবে। 


প্রয়োগ :

১৮৪৮ - সাতারা 

১৮৪৯ - পাঞ্জাব 

১৮৫০ - জয়পুর 

১৮৪৯ - সম্বলপুর 

১৮৫০ - বাঘট, ভগত 

১৮৫২ - উদয়পুর 

১৮৫৪ - করলি 

১৮৫৩ - ঝাসি 

১৮৫৩-৫৪ - নাগপুর 

কুশাসনের অজুহাতে রাজ্য জয় : অযোধ্যা - ১৮৫৬ 




🔶🔷🔶🔷🔶🔷



Like Our Facebook Page 👍

Subscribe our YouTube channel 👍


Related Content :



Post a Comment

Previous Post Next Post